Friday, January 21, 2022

ছাত্ররাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে ধর্মীয় রাজনীতির অনুশীলন অপরিহার্যঃ অধ্যক্ষ আল্লামা জুবাইর


ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,-ছাত্ররাই হচ্ছে একটি আদর্শিক জাতিসত্তা গঠনের অন্যতম অনুঘটক। দেশের উন্নয়ন অগ্রযাত্রার পথে ছাত্রসমাজের অবিস্মরণীয় ভূমিকা মোটেও বিস্মৃত হবার নয়। বাঙ্গালির অন্যতম শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা সংগ্রাম সহ এযাবতকালের সকল বৈপ্লবিক আন্দোলনে রয়েছে ছাত্র সমাজের বীরোচিত ভূমিকা। অত্যন্ত দূঃখজনক হলেও সত্য যে, বর্তমানে ভিন্ন চেহারায় দৃশ্যমান দেশ ও জাতির অহংকার এ ছাত্র সমাজ। ছাত্ররা আজ মহল বিশেষের ক্রীড়নক। সর্বপ্রকার অনৈতিক ও গর্হিত কাজের প্রতি অধিকতর ঝুঁকে পড়েছে ছাত্ররা। দেশ ও জাতির প্রতি প্রদত্ত কমিটমেন্ট একেবারেই উপেক্ষিত। যা অনাদর্শিক রাজনীতি চর্চারই কুফল। ছাত্ররাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে হলে আবশ্যকীয়ভাবে ধর্মীয় রাজনীতির অনুশীলন করতে হবে। অন্যথায় এযাবতকালের সর্বপ্রকার অর্জনই ম্লান হয়ে যাবে।

এইচ এম মমুজিবুল হক শাকুর বলেছেন-ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রসেনাকে অবজ্ঞা কিংবা তাচ্ছিল্য করার কোন সুযোগ নেই। বর্তমান ছাত্র রাজনীতিতে দৃশ্যমান অবাঞ্ছিত বিষয়াদির বিপরীতে ইসলামী ছাত্রসেনা এখন একটি কার্যকর কনসেপ্ট হিসেবে প্রমানিত সত্য। অভিশপ্ত বুর্জোয়া রাজনীতির রকমারী অনৈতিক হাতছানিকে পদদলিত করে দেশব্যাপী ইসলামী ছাত্রসেনা একটি সুশৃংখল, কর্মক্ষম, দেশপ্রেমিক ও আদর্শিক প্রজন্ম সৃষ্টিতে সক্ষমতা অর্জন করে। যার গর্বিত অসংখ্য সৃষ্টি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সংগঠন জাতীয় জীবনে একটি সুস্থ,সুন্দর, নিস্কন্টক, নিরুপদ্রব, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে দেশ ও জাতিকে। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ২১ জানুয়ারী ২০২২ইং শুক্রবার বিকেল ৩টায় চেরাগী পাহাড়স্থ সংগঠন কার্যালয়ে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি কাউসারুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক জননেতা এ এস এম কাউছার। নগর সাবেক সভাপতি ছাত্রনেতা এস এম আবু ছাদেক সিটু, ইউসুফ কবির। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা খ ম জামাল উদ্দীন, তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগঠনকে আরো বিকশিত করতে ছাত্রদেরকে নেতার পিছনে নীতিবহির্ভূতভাবে চলাচল না করে মেধাবী ছাত্রদেরকে দিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি কামরুল হাসান শাকিল, এম শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবুল হাশেম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, এম মাসরুর রহমান, এম জয়নাল আবেদীন, কাউছার, আবু বকর, মাসুদুল ইসলাম, ইসতিয়াক রাফি, এম কাউছার আলম,জামাল উদ্দীন, আফতাবুল হক পাবেল, হাসান রেজা, জিহান রিয়াদ প্রমুখ।

Tuesday, January 11, 2022

ইসি গঠনে রাজনৈতিক দলের সাথে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ৫ দফা প্রস্তাবনা পেশ/icsbanglatv


নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে আলোচনার অংশ হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ০৭ (সাত) সদস্যের প্রতিনিধি দল আজ ১১ জানুয়ারী’২২ সন্ধ্যা ৬.০০টায় বঙ্গভবনে সংলাপে অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের মধ্যে - ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান খাজা এনায়েত উল্লাহ, সংগঠনের মহাসচিব- অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম মহাসচিব- খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব-আল্লামা মোশাররফ হোসেন হেলালী, সাংগঠনিক সচিব- এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, অর্থ সচিব-এডভোকেট মুহাম্মদ শাহীদুল আলম রিজভী ও সহ-দপ্তর সচিব-এম. এম. নাঈম উদ্দীনসহ প্রমূখ অংশগ্রহণ করেন।


মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন-গণতান্ত্রিক সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই জনমতের প্রতিফলন ঘটে। অথচ নির্বাচনের মতো এহেন গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। গোটা নির্বাচনী ব্যবস্থাই আজ সংকটাপন্ন। ফলে নির্বাচনী আমেজ-আবহ, ভাবগাম্ভীর্যতা ও উৎসবমুখরতা ক্রমশ: বিলুপ্তির দিকে। উপরন্তু এক্ষেত্রে তৈরী হচ্ছে জনগণের আস্থার সংকট। এমনকি যার নেতিবাচক পরিণতিতে ক্রমাগত ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়ছে ভোটাররা। যা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অশনিসংকেতই বলা যায়।


এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে ৫দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে-
১. সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহি মূলক, স্বয়ংসম্পুর্ণ শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা।
২. নির্বাচন এর সার্বিক কর্মকান্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা।
৩. কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন মোতাবেক সামরিক, আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা।
৪. নির্বাচন কমিশনের সকল পরামর্শ - নির্দেশ রেডিও টেলিভিশনসহ সকল সম্প্রচার মিডিয়া কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য
থাকা।
৫. এতদ সংক্রান্ত আইনের একটি চুড়ান্ত খসড়া প্রনয়ন করতঃ আধ্যাদেশ আকারে জারী করে এটা বলবৎ এর পর তা সংসদে অনুমোদন করা।

Monday, January 10, 2022

ওয়াবী সালাফিদের খপ্পর থেকে আপনার নিজের ঈমান ও আমল হেফাজত করুন/icsbanglatv

 


২১জানুয়ারি '২২, ইসলামী ছাত্রসেনা'র গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী'র আহবান!


* ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে লেজুড়বৃত্তি পরিহার করে সুস্থধারার আদর্শিক ছাত্ররাজনীতির চর্চা করুন। 

* অপসংস্কৃতির আগ্রাসন বন্ধে ইসলামী সংস্কৃতি চর্চায় আত্মনিয়োগ করুন। 

* ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন বন্ধ, ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান সুনিশ্চিত,  আবাসন ও পরিবহন সংকট দূরীভূত করার উদ্যোগ নিন।

* শিক্ষা সামগ্রীর মূল্যহ্রাস,  শিক্ষা বৈষম্য দূরীকরণ এবং প্রযুক্তি ও গবেষণার উপর সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করুন। 
 
* জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যক্রমে সকল শ্রেনীতে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চার বিষয়টি সুনিশ্চিত করুন। 

 * শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদানের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে একজন তত্ত্বাবধায়ক চিকিৎসক নিয়োগের জোর দাবি জানাচ্ছি৷ 

* গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নৈতিকতা নির্ভর  বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করুন। 

* বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

* কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে  সৎ, দক্ষ, যোগ্য আগামীর জাতি গঠনে ইসলামী ছাত্রসেনা'র পতাকাতলে শরীক হোন।

-ইসলামী ছাত্রসেনা 

Friday, January 7, 2022

৫৮তম পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নি মহাসমাবেশ এর সবশেষ আপডেট!


৫৮তম পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নি মহাসমাবেশ এর সবশেষ আপডেট! -ইমামে রাব্বানী দরবার শরীফ (হাজীগঞ্জ, চাঁদপুর)।

Wednesday, January 5, 2022

মুর্শিদ নামের ভাঙা তৈরী মোর কেমনে জানিনা হবো পাড়!

মুর্শিদ নামের ভাঙা তৈরী মোর কেমনে জানিনা হবো পাড়!_নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিনদার।


সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন এর গ্যারান্টি নিশ্চিত করতে পারে- সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার বিশাল কর্মী সম্মেলনে- জননেতা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ..............................................