ICS BANGLA TV24 NEWS

Wednesday, November 24, 2021

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নে চেয়ার প্রতীকে লড়বেন মাস্টার দেলোয়ার হোসাইন/icsbanglatv24news



আসন্ন হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাস্টার দেলোয়ার হোসাইন এর দলীয় মনোনয়ন পত্র দাখিল।




২৪ নভেম্বর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এবং ৮নং হাটিলা ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তি মাস্টার দেলোয়ার হোসাইন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল করে এক সাক্ষাৎকারে তিনি বলেন আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজ গঠন করব। দরিদ্র অসহায় ও অধিকার হারা মানুষের অধিকার যথাযথ ভাবে নিশ্চিত করব । সরকারের উন্নয়ন মূলক বরাদ্দের পুরো অংশের ব্যবহার নিশ্চিত করব ইনশাআল্লাহ।

#VoteForChair

Saturday, November 20, 2021

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর জাতীয় কাউন্সিল আগামী ৫মার্চ ২০২২ইং -icsbanglatv24news



আগামী ৫মার্চ ২০২২ইং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর জাতীয় কাউন্সিল অধিবেশন'২২ অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর মাননীয় সভাপতিঃ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।



#আল্লামা ড. কাফিল উদ্দীন সরকার সালেহী সাহেব
#আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী
#আল্লামা মোশাররফ হোসেন হেলালী সাহেব
#এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী
#আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব
#আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব
#আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব
#আল্লামা ডক্টর আনোয়ার হোসাইন সাইফী
#ক্বারী মাওলানা রুহুল আমীন সিদ্দিকি সাহেব
#এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী



★এছারাও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কেন্দ্রীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। 

YOUTUBE


Thursday, November 4, 2021

দেশব্যাপী ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সমর্থক সংগ্রহ অভিযান চলছে/icsbanglatv24vnews



ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সমর্থক সংগ্রহ অভিযান মাস'২০২১
(১লা নভেম্বর - ৩০শে নভেম্বর)

সংগঠনের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একাত্মতা পোষন করে বাংলাদেশের যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী ইসলামী ছাত্রসেনার সমর্থক হতে পারবেন।


সংগঠনের সভ্য ও অনুগামীগন ব্যাতিত কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত সকল স্তরের দায়িত্বশীলদের জন্য সমর্থক ফরম পূরন বাধ্যতামূলক।

সংগঠনের সকল নেতাকর্মী, সমর্থক, শুভাকাংখীবৃন্দ নিজ নিজ শাখার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে দ্রুত সমর্থক ফরম সংগ্রহ করে জমা দিন। সংগঠনের গর্বিত সমর্থক হোন।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদ।